এবার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন অনলাইনে

অনলাইনে পঠন পাঠনেই ভরসা রাখতে হয়েছিল কোভিড কালে। এবার অনলাইন পরিষেবা আরও প্রসারিত করতে চায় শিক্ষা দফতর। তাই সমস্তরকম আবেদন, ফি জমা দেওয়া এবং এই সংক্রান্ত কাজকর্মের জন্য নয়া ওয়েবসাইট চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামীকাল, শুক্রবার থেকে তা কার্যকরী হবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে পড়ুয়ারা। ফলে তাদের আর স্কুলে আসতে হবে না। নতুন ওয়েবসাইটটি হল www.wbchse.wb.gov.in। তবে, কিছুদিন বর্তমান ওয়েবসাইট www.wbchse.nic.in-ও চালু রাখা হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই পোর্টাল চালু হচ্ছে। প্রাথমিক ধাপে অনলাইন রেজিস্ট্রেশন দিয়ে এই পরিষেবা চালু হবে। দ্বিতীয় ধাপে স্কুলের আসন বৃদ্ধি থেকে শুরু করে যাবতীয় পরিষেবাই মিলবে সেখানে। অর্থাৎ, কোনও কাজের জন্য স্কুলের প্রতিনিধিদের কার্যত আর সংসদে আসতেই হবে না। রেজিস্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীদের ছবি, সই, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য আপলোড করতে হবে। নয়া ওয়েবসাইটের মাধ্যমে নির্বিঘ্নে সেটা সম্পন্ন করতে পারাই এখন চ্যালেঞ্জ সংসদের কাছে।

error: Content is protected !!