এবার জিটিএ কর্মীরাও সরকারি কর্মচারীদের মতো বেতন এবং পেনশনের সুবিধা পাবেন , ঘোষণা নবান্নের

এবার রাজ্য সরকারি কর্মচারীদের হারেই বেতন এবং পেনশন পাবেন জিটিএর কর্মীরা । এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে ৷ প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে জিটিএ গঠিত হয়। রাজ্য সরকারি কর্মচারী এবং পাহাড়ে কাজ করা সরকারি কর্মচারীদের মধ্যে বেতন এবং পেনশনের ক্ষেত্রে ভিন্নতা ছিল । দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের দাবি ছিল স্বশাসিত হওয়া সত্ত্বেও জিটিএর কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন পান না। এমনকী বেতন কাঠামো নেই ৷ কর্মীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন দিতে হবে ৷ এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার। এতদিন জিটিএ-তে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ছিল স্বাধিকার দেওয়া জিটিএ কর্মীদের থেকে বেশি । নতুন এই বিজ্ঞপ্তির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সমহারে বেতন পাবেন জিটিএর কর্মীরা। একইসঙ্গে তাঁরাও রাজ্য সরকারি কর্মচারীদের মতই অবসরকালীন সুযোগ-সুবিধাও পাবেন ।

error: Content is protected !!