
১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের
১৫ দিন বাদে জ্ঞান ফিরেছে রাজু শ্রীবাস্তবের। গত ১০ অগাস্ট থেকে ২৫ অগাস্ট। জনপ্রিয় কৌতুকশিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় ছিলেন তাঁর ভক্তকূল। অবশেষে বৃহস্পতিবারই এল ভাল খবর। দিল্লি এইমসে ভর্তি রয়েছেন তিনি। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন শিল্পী। চিকিৎসকেরা জানিয়েছেন, রাজুর শরীর ধীরে ধীরে ভাল হচ্ছে। রাজু শ্রীবাস্তবের ব্যক্তিগত সচিব গর্বিত নারাঙ্গ জানিয়েছেন, এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কৌতুকশিল্পী। তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন ডাক্তাররা। জিমে ওয়ার্কআউট করার সময় গত ১০ অগাস্ট অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। বুকে ব্যথার পরই জ্ঞান হারান তিনি। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তব হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেই থেকে তিনি ভেন্টিলেশনেই ছিলেন বুধবার পর্যন্ত। আজ সকালে রাজুর জ্ঞান ফেরে বলে জানা যাচ্ছে।