প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

 প্রয়াত ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায় ৷ বাংলা চলচ্চিত্র জগতে স্বজন হারানোর ব্যথা যেন শেষই হতে চাইছে না ৷ খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ৷ জানা গিয়েছে, ফুসফুস জনিত সমস্য়ায় ভুগছিলেন অনন্যা ৷ আর সেই সংক্রমণের জেরেই মৃত্যু হয় তাঁর ৷ এই মুহূর্তে তিনি অভিনয় করছিলেন ‘সোনা রোদের গান’ নামক একটি ধারাবাহিকে ৷ বর্ষীয়ান এই অভিনেত্রী অভিনয় করেছেন একাধিক টেলিছবিতেও ৷ যার মধ্য়ে ছিল অনিন্দিতা সর্বাধিকারি পরিচালিত ‘পরবর্তী সংবাদ দুপুর দু’টোর সময়’ টেলিফিল্মও ৷ এই ছবিটি বেশকিছু পুরস্কারও জিতে নেয় ৷

error: Content is protected !!