কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস রাজীব মিশ্র

দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস রাজীব মিশ্র । শুক্রবার সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে এসে পৌঁছন আইপিএস রাজীব মিশ্র । বর্তমানে এডিজি আইবি পদের গুরুদায়িত্বে রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, এর আগে ইডি দফতরে আইপিএস কোটেশ্বর রাও, শ্যাম সিং, পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরগান হাজিরা দিয়েছেন ৷ জানা গিয়েছে কয়লাপাচার কাণ্ডে অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির পুরুলিয়ার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই তথ্যগুলোর মধ্যে একটি হিসেবে লেখা রয়েছে, কোন কোন পুলিশ আধিকারিককে কবে কোথায় কত টাকা দেওয়া হয়েছিল । জানা গিয়েছে, মূলত এই আধিকারিকের কাছ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চাইবেন যে, তিনি কয়লা পাচারের কোনও তথ্য জানতে পেরেছিলেন কি না ? কোথাও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছিল কি না ? তাও জানতে চাওয়া হবে ।

error: Content is protected !!