‘প্রাইভেট টিউশন’ নিয়ে কড়া রাজ্য সরকার, ৪৫টি স্কুলের ২০০ শিক্ষককে নোটিশ

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এবার কড়া রাজ্য সরকার। প্রায় ৪৫ টি স্কুলে নোটিশ দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। ৪৫টি স্কুলের প্রায় ২০০ জন শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি করা হয়েছে। প্রাইভেট টিউশনের সঙ্গে এই শিক্ষক শিক্ষিকারা আর যুক্ত নাকি তা ওই শিক্ষক শিক্ষিকার নাম উল্লেখ করে জানতে চাইল স্কুল শিক্ষা দফতর। স্কুলগুলির প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের থেকেই কৈফিয়ৎ তলব করেছে স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই এই রিপোর্ট চাওয়া হয়েছে। দাবি স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। বেলঘড়িয়া, দমদম, বরানগর-সহ একাধিক জায়গার স্কুলগুলিকে নোটিশ দিয়েছে রাজ্য।

প্রতীকী ছবি।

error: Content is protected !!