মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আশঙ্কাই’ সত্যি হল, ফের অভিষেককে তলব ইডির

কয়লাপাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশ মেনেই এবার দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ আগামী শুক্রবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  ওইদিন সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির আধিকারিকরা কলকাতায় আসছেন।  গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এই যে আজকে অভিষেক এত ভাল বক্তব্য রাখল, দেখবেন কালই হয়তো ওকে নোটিস ধরাবে৷’ অভিষেক নিজেও গতকাল বলেছিলেন,  ‘এত বড় সমাবেশ, লিখে রাখুন চার-পাঁচ দিনের মধ্যে কিছু একটা ঘটবে৷’

error: Content is protected !!