অনুষ্ঠিত হল ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, দেখে নেওয়া যাক সেরার তালিকা

অনুষ্ঠিত হল ৬৭ তম উলফ৭৭৭ নিউজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি স্যানন, বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আডবানী, করণ জোহর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। প্রতিবারের মত এবারও তারকাদের নাচে, গানে, মজায় মেতে উঠল মঞ্চ ৷ শোয়ের সঞ্চালনার দায়িত্ব ছিলেন বলিউডের দুই অলরাউন্ডার রণবীর সিং এবং অর্জুন কাপুর ৷ এইট্টি থ্রি ছবির জন্য সেরা অভিনেতার পুরষ্কার পেলেন রণবীর সিং। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট টিমের বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে। কপিল দেবের চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন রণবীর। অন্যদিকে মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন কৃতি স্যানন। অভিনেত্রী হতে চাওয়া এক মেয়ে কীভাবে হয়ে উঠলেন মা, সন্তানের জন্য কেরিয়ারের জলাঞ্জলি দিলেন, সেই গল্পই উঠে এসেছে ছবির চিত্রনাট্যে। সবচেয়ে বেশি ব্ল্যাক লেডি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ানা আডবানীর ছবি ‘শেরশাহ’। সেরা পরিচালক থেকে শুরু করে সেরা পপুলার চয়েস ছবির পুরষ্কার পেয়েছে ‘শেরশাহ’। কিংবদন্তি পরিচালক সুভাষ ঘাইকে লাইফটাইম অ্যাচিভমেন্টে সম্মানিত করা হয়েছে। অন্যদিকে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরষ্কার পান ভিকি কৌশল।

এক নজরে দেখে নেওয়া যাক ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২-এ পুরস্কার প্রাপকের তালিকা-

  • শ্রেষ্ঠ পরিচালক – বিষ্ণু বর্ধন (শেরশাহ)

সেরা অভিনেতা :

  • সেরা অভিনেত্রী (সমালোচক)-বিদ্যা বালান (সিংহী)
  • সেরা অভিনেতা (সমালোচক)- ভিকি কৌশল (সর্দার উধম)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী- কৃতি স্যানন (মিমি)
  • প্রধান চরিত্রে সেরা অভিনেতা – রণবীর সিং (৮৩)

সেরা চলচ্চিত্র:

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক)- সর্দার উধম
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র (জনপ্রিয়)- শের শাহ
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র – শের শাহ

সেরা নবাগত অভিনেতা :

  • সেরা অভিষেক পুরুষ – আহান ভাট
  • সেরা অভিষেক মহিলা – শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি 2)

সেরা গায়ক :

  • সেরা গায়ক – বি প্রাক
  • সেরা গায়িকা – আশিস কৌর
  • সেরা মিউজিক অ্যালবাম- তানিস্ক বাগচী, বি প্রাক, জনি, জসলিন রয়েল, জাভেদ-মহসিন এবং ভিকার মনট্রোজ (শেরশাহ)
  • সেরা গান – কাউসার মুনির (লেহরা দো, ৮৩)

সেরা গল্প:

  • সেরা গল্প – শুভেন্দু ভট্টাচার্য এবং রিতেশ শাহ (সর্দার উধম)
  • সেরা গল্প – অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং তুষার পরাঞ্জপে (চন্ডিগড় করে আশিকি)

শ্রেষ্ঠ অভিনেতা (সহকারী):

  • পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী – সাই তামহাঙ্কর (মিমি)
  • পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা – পঙ্কজ ত্রিপাঠী (মিমি)

সেরা কোরিওগ্রাফি:

  • সেরা অ্যাকশন- স্টিফেন রিখটার এবং সুনীল রড্রিগস (শেরশাহ)
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- শান্তনু মৈত্র (সর্দার উধম)
  • সেরা কোরিওগ্রাফি – বিজয় গঙ্গোপাধ্যায় (চাকা চক, আতরঙ্গি রে)
  • সেরা সিনেমাটোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
  • সেরা পোশাক – ভিরা কাপুর (সর্দার উধম)
  • সেরা সম্পাদনা – এ শ্রীকর প্রসাদ (শের শাহ)
  • সেরা প্রোডাকশন ডিজাইন – মানসী ধ্রুব মেহতা এবং দিমিত্রি মালিক (সর্দার উধম)
  • সেরা সাউন্ড ডিজাইন- দীপঙ্কর চাকি ও বিহার রঞ্জন সামল (সর্দার উধম)
  • সেরা ভিএফএক্স – সুপার্ব/বজপ মেইন রোড পোস্ট এনওয়াই ভিএফএক্সওয়ালা এফএক্স স্টুডিয়োস (সর্দার উধম)
error: Content is protected !!