
গণেশ চতুর্থীর শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর
দেশবাসীকে গণেশ চতু্র্থীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সকল নাগরিকের জন্য সিদ্ধিদাতা গণেশর কাছে শান্তি ও সমৃদ্ধির কামনা করেন তিনি ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘গণেশ চতুর্থী উপলক্ষে সকল দেশবাসীকে শুভকামনা ৷ বিঘ্নহর্তা ও মঙ্গলমূর্তি ভগবান গণেশ জ্ঞান, সিদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ৷ আমার প্রার্থনা যে, শ্রী গণেশের আবির্ভাবে সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বিকাশ হোক ৷” পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ৷ তাঁর গণেশ পুজো করার একটি ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘‘গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ৷ গণপতি বাপ্পা মোরেয়া ! প্রার্থনা করি ভগবান গণেশ যেন আমাদের সকলের উপর তাঁর কৃপা দৃষ্টি বজায় রাখেন ৷’’