নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে লক্ষ্মী জনার্দনপুরে । প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্সটিকে পুকুর থেকে উদ্ধারের জন্য তৎপর হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা বিশালক্ষ্মী নামে ওই অ্যাম্বুলেন্সটি রোগী আনতে যাওয়ার সময় রাস্তায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় । পুকুরে অ্যাম্বুলেন্স পড়ে যাওয়ার ঘটনায় ছুটে আসে স্থানীয় বাসিন্দারা । শুরু হয় উদ্ধার কাজ ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অ্যাম্বুলেন্সটি পুকুর থেকে সুরক্ষিতভাবে তোলা হয় । অ্যাম্বুলেন্সের ড্রাইভারও সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে ।

error: Content is protected !!