
বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরকে আটক করল সিবিআই
অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরকে আটক করল সিবিআই। বুধবার কাকভোরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রামে ঢোকে সিবিআই। বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় সিবিআই। বাড়িতে খানাতল্লাশির আটক করা হয় তাঁকে। জানা যাচ্ছে, বিশ্বজ্যোতি অনুব্রতর ঘনিষ্ঠ, একপ্রকারের ছায়াসঙ্গী। এবারও পুরনির্বাচনে ব্যাপক ব্যবধানেই প্রতিপক্ষকে হারিয়েছিলেন। দলের কাজের পাশাপাশি দিনের বেশির ভাগ সময়ে অনুব্রতর বাড়িতেই থাকতেন তিনি। তাঁর ব্যবসার একাধিক বিষয়ে দেখভালও করতেন তিনি। স্বাভাবিকভাবেই অনুব্রতর ব্যবসা-কারবার সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে, তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। আপাতত তাঁকে আটক করা হয়েছে।