করোনার ধাক্কা কাটিয়ে ভারতে বাড়ল বৃদ্ধির হার

 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি এক লাফে অনেকটা বাড়ল ৷ ২০২১-২০২২ সালের শেষ কোয়ার্টারে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ (GDP)৷ তবে চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে সেই সংখ্যাটাই বেড়ে ১৩.৫ শতাংশ হয়েছে ৷ যদিও বাজারের প্রত্যাশা মতো আর্থির বৃদ্ধির হার বাড়েনি বলেই মত বিশেষজ্ঞদের (India Q1 GDP)৷ চলতি বছর দেশের আর্থিক বৃদ্ধির হার এই প্রথম দুই সংখ্যায় পৌঁছল ৷ 

error: Content is protected !!