সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে ফের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। বৃহস্পতিবার সায়গল হোসেনকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে আরও ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। আসানসোল সিবিআই আদালতের এক আইনজীবীর মৃত্যুতে এদিন শোক দিবস পালন করছেন আইনজীবীরা। সেই কারণে শুনানিতে অনুপস্থিত ছিলেন সায়গলের আইনজীবী। এদিন সিবিআইয়ের তরফে বিচারককে গরু পাচার মামলার বেশ কিছু নথি দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর।

error: Content is protected !!