শনি ও রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা

পুজোর আসছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজোর কেনাকাটা সারতে পারে তার জন্য চলতি সপ্তাহ থেকেই শনি ও রবিবার বাড়তি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে বাড়তি যাত্রীদের কথা মাথায় রেখে শনি ও রবিবার বাড়তি মেট্রো চালানো হবে। আগামী শনিবার থেকেই বাড়তি এই পরিষেবা চালু হবে। এবার থেকে শনিবার সারা দিনে ২৩৪টির বদলে ২৮২টি মেট্রো চলবে। আর রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ১৬৪টি মেট্রো চালানো হবে। বর্তমানে রবিবার ছুটির দিন হওয়ায় ১৩০টি মেট্রো চলে। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও সময়সীমা বাড়ছে না। বরং মেট্রো চালানোর মধ্যে ব্যবধান কমানো হবে।

error: Content is protected !!