শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদা মেন লাইনে বাতিল একাধিক ট্রেন
রেললাইনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদা মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হল রেলের তরফে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এক ডজন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির কাজের জন্য একজোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত ও শিয়ালদা-নৈহাটি লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদহ মেন লাইনে রেল লাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণে শনিবার রাত থেকে এই লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। লাইনের মেরামতির জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এক ডজন ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে এক জোড়া শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল। বাতিল করা হয়েছে দু’টি শিয়ালদা–নৈহাটি লোকালও। লাইনে এই কাজের জেরে প্রভাব পড়বে ব্যারাকপুর–নৈহাটি লাইনেও। আপ ও ডাউন মিলিয়ে দু’জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। একজোড়া ট্রেন বাতিল করার পাশাপাশি ট্রেনের সময়সূচিতেও বদল করেছে রেল। নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচি বদল করেছে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ভোর ৪টে ১০ মিনিটের বদলে নৈহাটি থেকে লোকাল ট্রেনটি ভোর ৫টা ১২ মিনিটে ছাড়বে। প্রসঙ্গত শিয়ালদা মেন শাখায় প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। এই ট্রেন বাতিলে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করছেন তাঁরা। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেই কাজ করা হবে।