
মালদায় মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা সিআইডির, টাকার গুনতে আনা হল মেশিন
মালদায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিআইডি। ওই ব্যবসায়ীর নাম জয়প্রকাশ সাহা। জানা গিয়েছে, উদ্ধার হয়েছে ব্যাপক টাকা। সেই টাকা গুনতে নিয়ে আসা হয়েছে মেশিন। কোথা থেকে এল এত টাকা, স্পষ্ট নয় তা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ওই মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হতে পারে কয়েক কোটি টাকা। উল্লেখ্য, গরু পাচার মামলায় এনামুল হক ঘনিষ্ঠ এক পাচারকারী সিআইডির জালে। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। ধৃতের নাম জেনারুল শেখ। ধৃতির বাড়ি জঙ্গিপুরের জালিবাগান এলাকায়। অভিযোগ, বিএসএফ যেই সমস্ত গরু আটক করত সেই সমস্ত গরু নিজের খোঁয়াড়ে রাখত জেনারুল। এই খবরে যখন সকলের চোখ তখনই ফের মালদায় রবিবার সকালে জয় প্রকাশ সাহা নামে মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডি।