৪ দিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আজ বেলা ১২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ৷ চারদিনের সফরে এ দেশে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ করোনা অধ্যায়ের আগে ভারতে এসেছিলেন শেখ হাসিনা ৷ তারপর প্রায় ৩ বছর কেটে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ ফের দিল্লিতে পা রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ ৫ থেকে ৯ সেপ্টেম্বর চারদিনের জন্য তিনি ভারতে এসেছেন ৷ এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন ৷ আগামিকাল, ৬ সেপ্টেম্বর মুজিব-কন্যা ও মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানা গিয়েছে ৷

error: Content is protected !!