পাহাড়ে ধসের জেরে ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত টয় ট্রেন পরিষেবা

দার্জিলিং পাহাড়ের তিনধরিয়ার ১৭ মাইল ভূমিধস সাইটের মেরামত এবং টয় ট্রেন রুটের মেরামতের কাজ শেষ না হওয়ার কারণে এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি টয় ট্রেন পরিষেবা ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে ।

error: Content is protected !!