দিদি পাশে আছে, এটাই যথেষ্ট, জেল থেকে ছাড়া পাবোই: অনুব্রত

“দিদি পাশে আছে, এটাই এনাফ। জেলে কেউ সারাজীবন থাকে না। নিশ্চই জেল থেকে ছাড়া পাব”, আজ শুক্রবার জেল থেকে বেরোনোর সময় অনেকটাই নিশ্চিন্ত অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বীরের সম্মান পেয়ে আপ্লুও বটে।

error: Content is protected !!