সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা, ইডি-র আবেদন খারিজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে

দিল্লি নিয়ে গিয়ে বা আসানসোলের সংশোধনাগারে গিয়েও ইডি আধিকারিকরা জেরা করতে পারবেন না অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে৷ ইডি’র আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ৷ সেখানকার বিচারক জানিয়েছেন, সায়গল হোসেনকে দিল্লির কোনও আদালত জেল হেফাজতে পাঠায়নি ৷ ফলে তাঁরা এ বিষয়ে হস্তক্ষেপ করবে না ৷ প্রসঙ্গত, গরুপাচার মামলায় সায়গল হোসেনের বেআইনি আর্থিক লেনদেন ও আয় বহির্ভূত সম্পত্তি হিসাব সংক্রান্ত মামলায় ইডি তদন্ত শুরু করেছে ৷ সেই তদন্তের স্বার্থে আসানসোল জেল থেকে সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে আসতে চেয়ে সেখানকার রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিল ইডি ৷ প্রয়োজনে আসানসোলের জেলে গিয়েও জেরা করতে রাজি ছিল কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ৷ কিন্তু, সেই দু’টি আবেদনই খারিজ করে দিয়েছে দিল্লির আদালত ৷ জানা গিয়েছে, আদালত স্পষ্টভাবে জানিয়েছে, সায়গল হোসেনের বিরুদ্ধে দিল্লিতে কোনও মামলা নেই ৷ এমনকি তাঁকে দিল্লির জেলেও রাখা হয়নি বা দিল্লির কোনও আদালত তাঁকে জেল হেফাজত দেয়নি ৷ পুরো বিষয়টি পশ্চিমবঙ্গের আদালতে বিচারাধীন ৷ ফলে, সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত হস্তক্ষেপ করতে চায়নি ৷ আদালত এই যুক্তিতেই ইডি’র সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা আবেদন খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি, এ বিষয়ে আসানসোলের যে সিবিআই আদালতে এই মামলা চলছে, সেখানে গিয়ে ইডি-কে আবেদন করার পরামর্শ দিয়েছে দিল্লির কোর্ট ৷

error: Content is protected !!