গাড়ি থামিয়ে কয়েক কোটির মাদক ও লক্ষাধিক টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের ফের সাফল্য । উত্তর ২৪ পরগনার বরানগর থেকে গাড়ি থামিয়ে কয়েক কোটির মাদক ও লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করলেন গোয়েন্দারা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে । তার নাম রবি রায় ৷ বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকে ওই গাড়িটিকে আটক করেন গোয়েন্দারা । এরপরেই রবি রায়, আটক হওয়া গাড়ি এবং বাজেয়াপ্ত হওয়া মাদক দ্রব্যগুলি লালবাজারে নিয়ে আসা হয় । সূত্রের খবর, বুধবার রাত্রিবেলা সিঁথির মোড় এলাকায় একটি গাড়িতে মাদক ভর্তি অবস্থায় পাওয়া যায় । ওই গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ১ লক্ষ ৭০ হাজার নগদ টাকা উদ্ধার করে ৷ পাশাপাশি বাজেয়াপ্ত হয় কোটি টাকা মূল্যের হেরোইন । পাশাপাশি গ্রেফতার করা হয় একজনকে । ধৃত রবি রায় কোন্নগরের বাসিন্দা । ইতিমধ্যেই তাকে জেরা শুরু করেছে গোয়েন্দারা । গাড়িতে বোঝাই করে কয়েক কোটির হিরোইন এবং লক্ষাধিক টাকা সে কি করতে ওই এলাকায় এনেছিল এবং কোথা থেকে এনেছিল, কাদের দেওয়ায় জন্য এনেছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ।

error: Content is protected !!