
অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের সিবিআই হানা
অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের সিবিআই হানা। সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুকন্যার বয়ান রেকর্ডও করা হতে পারে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের ওই দলে মহিলা আধিকারিকরাও রয়েছেন। সিবিআই সূত্রে খবর, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রতর বাড়িতে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। গত ১৭ অগাস্ট সিবিআই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে যায় বাড়িতে। কিন্তু সুকন্যার দেখা মেলেনি। তখন সুকন্যার তরফে জানানো হয়েছিল, তাঁর মানসিক অবস্থা ভাল নেই। তবে এদিন সমস্ত রকম আইনি প্রক্রিয়া মেনেই অনুব্রতর বাড়ি গিয়েছেন আধিকারিকরা। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করেছে সিবিআই। বীরভূমের একাধিক রাইস মিলে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ভোলে ব্যোম রাইস মিলের প্রাক্তন মালিকের ছেলে শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করতে পারে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, শান্তিনিকেতনের রতনকুঠির সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও গিয়েছেন।