মহালয়ার সন্ধ্যায় ২৩০টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

রবিবার মহালয়ার সন্ধ্যাতেই কলকাতা থেকে শুরু জেলা মিলিয়ে মোট ২৩০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে বিশেষ নির্দেশ পাঠিয়ে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। উদ্বোধনের সময় যাতে পুজো উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।  বছরই কলকাতার নামী-দামী পুজোর উদ্বোধনে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পুজো উদ্যোক্তাদের মনে যাতে কোনও আক্ষেপ না থাকে তার জন্য কয়েক বছর আগে  কলকাতা থেকেই জেলার পুজোগুলির ভার্চুয়ালি উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর তাঁর সেই সিদ্ধান্ত জেলার পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফুটিয়েছে।

error: Content is protected !!