কর্ণাটকে পথ দুর্ঘটনায় হত ৯

সাতসকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়। একটি টেম্পো করে কিছু পুণ্যার্থী যাচ্ছিলেন। মাঝপথেই একটি দুধের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ওই টেম্পোর। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

error: Content is protected !!