মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই, নির্দেশ সুপ্রিমকোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, টেট নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার মানিক ভট্টাচার্যের একটি মামলার শুনানি ছিল আদালতে। সেই শুনানির পরে রায় দিতে গিয়েই বিচারপতি বলেন, এখনই মানিকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। বিচারপতির নির্দেশ, টেট নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা  দিতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। উল্লেখ্য, অপসারিত সভাপতির পুনরায় ওই পদে নিয়োগ নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। হাইকোর্টের রায় ছিল ‘পর্ষদ সভাপতি থেকে অপসারণ’। সেই রায়ে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। 

error: Content is protected !!