
সম্ভবত মার্চ-এপ্রিলেই পঞ্চায়েত ভোট! বুধবার আসন সংক্রান্ত খসড়া প্রকাশ কমিশনের
সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী বছরের মার্চ- এপ্রিল মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এমনই৷ আগামিকাল, বুধবার ২২ জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষ সপ্তাহে। তবে এবারও রাজ্য পুলিস দিয়ে পঞ্চয়েত ভোট হবে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, ২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানো যাবে। জানুয়ারিতে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। পাঁচ বছর পার। রাজ্যে দুর্নীতি ইস্যুতে এখন ব্যাকফুটে তৃণমূল। জেলা সফরে গিয়ে পঞ্চায়েত ভোট এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের নির্দেশ, আগামী বছরের জানুয়ারি মাসে মধ্যেই পানীয় জল, গ্রামীণ রাস্তা তৈরি-সহ যাবতীয় প্রকল্পের কাজ শেষ করে করে ফেলতে হবে। সঙ্গে একশোর দিনে কাজ গতি আনতে আরও সক্রিয় হতে হবে গ্রামসভা ও পঞ্চায়েত কর্মীদেরও।