প্রকাশ্যে এলো বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনীত ‘ভেড়িয়া’ ছবির ট্রেলার

বরুণ ধাওয়ান, কৃতি স্যানন অভিনীত ‘ভেড়িয়া’ ছবির ট্রেলার। ছবিতে কৃতি স্যানান ড: অনিকার চরিত্রে অভিনয় করেছেন। আর বরুণের চরিত্রের নাম ভাস্কর। ছবির পরিচালনা করেছেন অমর কৌশিক, যিনি কিনা ‘স্ত্রী’ ছবির পরিচালনা করেছিলেন। ট্রেলারে দেখা যাচ্ছে, জঙ্গলে গিয়েছিলেন বরুণ ধাওয়ান। নেকড়ের কামড় খেয়েছেন। তারপর থেকেই কেমন যেন অদ্ভুত, একইসঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করছেন তিনি। রাত হলেই বদলে যায় তাঁর চেহারা এবং আচরণ। বন্ধুর অদ্ভুত ব্যবহারে হতবাক কৃতি স্যানন, দীপক ডব্রিয়াল। প্রতি রাতেই মানুষ থেকে নেকড়ের

আকার নেন বরুণ, তারপরই তিনি আজব কার্যকলাপ করতে থাকেন যা একপ্রকার দানবীয়, তাঁকে নিয়ে সকলেই আতঙ্কে থাকেন। আবার সকালে উঠে সেই মানুষটিই আবার স্বাভাবিক, রাতের কথা তাঁর আবার কিছুই মনে থাকে না। কী হবে বরুণের? এমনই একটি গল্প নিয়েই সামনে এসেছে ‘ভেড়িয়া’। ট্রেলারের শেষে মন কাড়ে ‘মোগলি’-র সেই জনপ্রিয় ‘জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়’ গানটি। তবে বরুণ রাতে ঠিক কতটা বদলে যান, তা স্পষ্টভাবে ট্রেলারে কিছু দেখানো হয়নি। তবে ট্রেলারটি শেষপর্যন্ত দর্শককে ধরে রাখতে পেরেছে। এবার বাকি গল্প জানা যাবে ২৫ নভেম্বর ছবিটি মুক্তির পর। এদিকে আজ, ১৯ অক্টোবর বরুণের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরুণের ১০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষেই মুক্তি পেয়েছে ‘ভেড়িয়া’ ছবির ট্রেলার।

error: Content is protected !!