
দীপাবলির আগেই ফাটল দেদার বাজি, কালো ধোঁয়ায় ঢাকল দিল্লি
দীপাবলির আগের দিন দিল্লির কালো ধোঁয়ার চাদরে ঢাকা পড়ল। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা-মেঘলা। বেল যত গড়িয়েছে রাজধানীর সার্বিক ছবি বদলে গিয়েছে।জানা গিয়েছে, রবিবার রাত থেকে দিল্লির পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে। মাঝরাতে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ২৫৯। বলা হচ্ছে, গত সাত বছরে এই প্রথম বাতাসের মান নেমে গেল ২৫৯-তে। সকালের দিকে সামান্য উন্নতি হয়েছে। গুণগত মান বেড়ে দাঁড়ায় ২৯৮-তে। ঘড়িতে তখন সকাল ছয়টা। দিল্লিতে বাজি পোড়ানো যাবে না বলে সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কোথায় কী? সে নিষেধাজ্ঞা উড়িয়ে মনের সুখে বাজি ফাটিয়েছে রাজধানীর বাসিন্দাদের একাংশ। পুলিশ তাদের ধরতে আপ্রাণ চেষ্টাও চালায়। রাতভর দিল্লিতে হয়েছে চোর-পুলিশ খেলা। ফলে, রাতেই দিল্লির আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।