মহানগর কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম by সংবাদ AME বাংলা 24X 7 আজ কালীপুজো। শক্তির আরাধনার দিন। কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম। এদিন সব কালী মন্দিরগুলিতে নেমেছে ভক্তদের ঢল। শক্তিপীঠ, সতীপীঠগুলিতে সকাল থেকেই চলছে উপাসনা। উপাচার মেনে চলছে পুজো। কলকাতার পাশাপাশি জেলাগুলিও মেতেছে কালী পুজোর আরাধনায়। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/