সমীক্ষার পর উত্তরপ্রদেশে বড় সংখ্যক মাদ্রাসাকে বেআইনি ঘোষণা যোগী সরকারের

দীর্ঘদিন ধরেই মাদ্রাসা নিয়ে অভিযোগ উঠছে। আর এবার সরকারি বিধি লংঘন করায় উত্তরপ্রদেশের একাধিক মাদ্রাসাকে বেআইনি ঘোষণা যোগী সরকারের। প্রসঙ্গত জানা গিয়েছে, উত্তরপ্রদেশে জেলা প্রশাসনে নথিবদ্ধ মাদ্রাসার সংখ্যা ৭৫৪ টি। কিন্তু তার মধ্যে ৬৬৪ টি মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। ৮০ টি মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এবং ১০ টি মাদ্রাসায় মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়। উত্তর প্রদেশ সরকারের নির্দেশে প্রতিটি মাদ্রাসার প্রশাসনিক সমীক্ষা হয় এবং তারপরেই ৩৬০ টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে বেআইনি ঘোষিত মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লাম। প্রসঙ্গত, সরকারি সূত্রে বলা হচ্ছে মাদ্রাসাগুলির কার্যক্রম কারা পরিচালনা করেন এবং মাদ্রাসাগুলির আয়ের উৎস খতিয়ে দেখে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের নির্দেশে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যত যোগী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মাদ্রাসাগুলি আর কোনরকম সাহায্য পাবে না। যোগী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

error: Content is protected !!