মহারাষ্ট্রের পুণেতে বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

 মহারাষ্ট্রের পুণেতে এক বিলাসবহুল হোটেলে আগুন লাগে। আজ, মঙ্গলবার সেই হোটেলের চারতলায় আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই বিলাসবহুল হোটেলেরে নীচের তলাতেই রয়েছে ক্রিকেটার জাাহির খানের রেস্তোরাঁ। হোটেলের চারতলায় থাকেন কর্মীরা। সেই ঘরেই লেগেছে আগুন। দমকল কর্মীরা ওই ঘরের কাঁচ ভেঙে উদ্ধারকাজ চালাচ্ছেন। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। জানা গিয়েছে, হোটেল হলেও ওই জায়গায় রয়েছে একাধিক অফিস। তাই বাড়তি সর্তকতা জারি রেখেছে পুলিস।

error: Content is protected !!