বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ চক্র রেল পরিষেবা

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের জন্য ব্যাহত হবে চক্র রেল পরিষেবা। বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত নিয়ন্ত্রিত রুটে চলাচল করবে চক্র রেল। এর জেরে আট জোড়া ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হতে চলেছে। এই সময়ে ৬টি ট্রেন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। দুই জোড়া চক্ররেল শিয়ালদহ (নর্থ) স্টেশনেই যাত্রা শুরু ও বিরতি করবে। দুই জোড়া ট্রেন বালিগঞ্জ স্টেশনে যাত্রা শুরু ও বিরতি করবে। মাঝেরহাট স্টেশনে যাত্রা শুরু ও বিরতি করবে আরও এক জোড়া ট্রেন।

error: Content is protected !!