পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে ডি ওয়াই চন্দ্রচুড়ের শপথ আটকাতে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সাত দিন পর দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন ডি ওয়াই চন্দ্রচুড় । তাঁর শপথ গ্রহণ আটকাতে এদিন পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে । কিন্তু সেই পিটিশন খারিজ করে দেয় বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আগামী ৯ নভেম্বর দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন ডি ওয়াই চন্দ্রচুড়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। ডি ওয়াই চন্দ্রচুড়ের বাবাও দেশের প্রধান বিচারপতি ছিলেন। সেদিক থেকে দেখতে গেলে আর এক সপ্তাহ পরে দেশে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে। কিন্তু বুধবার চন্দ্রচুড় যাতে প্রধান বিচারপতি হিসাবে শপথ না নেন, তাঁর জন্য মামলা করতে চেয়ে মুরসেলিন অসিজিৎ শেখ নামে এক ব্যক্তি প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিত তা মঞ্জুর করেন। কিন্তু দিনের শেষে প্রধান বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ আবেদনের সারবত্তা নেই বলে তা খারিজ করে দেয়। এদিন সকালে মুরসেলিন প্রধান বিচারপতির কাছে এ সম্পর্কে জরুরি ভিত্তিতে পিটিশান দায়ের করার অনুমতি চান। বিচারপতি ললিত সেই অনুমতি দেন। দুপুর ১২.৪৫ মিনিটে পিটিশান দায়ের করা হয়। যদিও দিনের শেষে আবেদনের সারবত্তা নেই বলে ইয়া খারিজ করে দেওয়া হয়। এর ফলে ডি ওয়াই চন্দ্রচুড়ের প্রধান বিচারপতি হতে আর বাধা থাকল না।

error: Content is protected !!