ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে, উল্টে গেল রোয়িং বোট

রোয়িং শুরু হতে না হতেই ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে। সকাল সাড়ে সাতটায় ফের উল্টে গেল একটি অনুশীলন বোট। তবে কলকাতা পুলিসের গাইডলাইন থাকায় বড় অঘটন ঘটেনি। পেশায় ব্যবসায়ী ৫০ বছরের সুনীল শেঠিয়া বিগত আট বছর ধরে বেঙ্গল রোয়িং ক্লাবের মেম্বার। সকাল সোয়া সাতটায় নিজের মেম্বারশিপ কার্ড জমা দিয়ে তিনি একটি সিঙ্গল বোটে জলের মাঝখানে যান। এরপর হঠাৎ করেই তার বোটের ভারসাম্য কোনও কারনে নষ্ট হয়। তবে KMDA এবং কলকাতা পুলিশের এসওপি অথবা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অনুযায়ী রোয়িং অনুশীলনের সময় তৈরী ছিল রেসকিউ বোট। তাই সাড়ে সাতটায় বোট উল্টে যাওয়ার পর ৫ মিনিটের মধ্যে জলের মাঝখানে দুর্ঘটনাস্থলে পৌছায় রেসকিউ বোট। সুনীল শেঠিয়া নিজেও সাঁতার জানতেন। তিনি সাঁতরে পারে উঠে আসেন। উল্টে যাওয়া বোটটিও উদ্ধার হয়।

error: Content is protected !!