শনিবার হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল

রেলের জরুরি কাজের জন্য আগামী শনিবার তিনঘণ্টার জন্য ব্যান্ডেল-কাটোয়া শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে ওইদিন হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে এবং কয়েকটি ট্রেনের সময়সূচি রদবদল করা হবে। যে লোকালগুলি শনিবার বাতিল করা হয়েছে সেগুলি হল, হাওড়া থেকে ৩৭৯১৭, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৯২২। ৩৭৭৪৮ ট্রেনটি কটোয়া থেকে দুপুর ১টার বদলে ১৫ মিনিট দেরিতে ছাড়বে। ব্যান্ডেল থেকে ৩৭৭৫১ ট্রেনটি দুপুর ২টো ৩৫ মিনিটের বদলে ৩টের সময় ছাড়বে। পাশাপাশি ৩৭৭৪৬ ট্রেনটি ওই দিন ত্রিবেণী স্টেশন থেকে যাত্রা শুরু ও বিরতি করবে। অন্যদিকে, অন্ডাল ইয়ার্ড আধুনিকীকরণের কাজে হাত দিয়েছে রেল। সেই কাজের জন্য আগামী শুক্র ও শনিবার আসানসোল  ডিভিশনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে ওই লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হবে। সেই সূত্রে আসানসোল-বর্ধমান মেমু এই দু’দিন বাতিল থাকবে।

error: Content is protected !!