ফিফার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন গিয়ান্নি ইনফ্যানিতো

ফিফার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন গিয়ান্নি ইনফ্যানিতো। সভাপতি পদে দ্বিতীয় কেউ প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ইনফ্যানিতো সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার ফিফার তরফ থেকে বিবৃতি জারি করে সভাপতি পদে ইনফ্যানিতোর নির্বাচিত হওয়ার খবর দেওয়া হয়েছে। এখন সভাপতি নির্বাচন শুধু আনুষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ২০২৬-য়ের বিশ্বকাপ তাঁরই তত্ত্ববধানে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে নির্বাচন আগামী বছর ১৬ মার্চ। রাওয়ান্ডার কিগালিতে। মার্চে বসবে ফিফা কংগ্রেসের ৭৩ তম অধিবেশন। ২০১৬তে সেপ ব্লাটারের সভাপতি পদে মেয়াদ শেষে ওই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দাখিল করেন ইনফ্যানিতো। বিপুল ভোটে জয়লাভ করেন। ২০১৯ সালের ফিফার সভাপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন তিনি। সে দফাতেও জয়লাভ করেন। চলতি বছরেও তাঁর অন্যথা হল না।

error: Content is protected !!