ডেঙ্গু ইস্যুতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় অভিনব বিক্ষোভে শামিল বিজেপি। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন বিধায়করা। বিধানসভার বাইরে এসে মশার গায়ে নীল-সাদা শাড়ি পরিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। সভাকক্ষের বাইরে মশারি বিতরণ করেন বিজেপি বিধায়করা। মশারি নিয়ে বিধানসভা চত্বরে মিছিলও করা হয়। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিক্ষোভ।

error: Content is protected !!