
অসম-মেঘালয় সীমান্তে গুলির লড়াই, বন দপ্তরের নিরাপত্তারক্ষী সহ মৃত ৬
মঙ্গলবার অসম ও মেঘালয় সীমান্তে তুমুল গুলির লড়াইয়ের জেরে মৃত্যু হল অসম বন দপ্তরের এক নিরাপত্তারক্ষী সহ চারজনের। মৃতদের মধ্যে মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের তিন ব্যক্তিও রয়েছে। এপ্রসঙ্গে মেঘালয়ের ডিজিপি এল আর বিশনই জানান, ঘটনাটি ঘটেছে অসম-মেঘালয় সীমান্তের মুকরোহ গ্রামে। গুলির এই লড়াইয়ের ফলে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য তারপরই দেওয়া সম্ভব হবে।সূত্রের খবর, এই ঘটনার পরেই মেঘালয়ের সাতটি জেলায় ইন্টারনেট কানেকশন বন্ধ রেখেছে মেঘালয় সরকার। এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে মেঘালয় সরকারের তরফে।