বারৌনি-গোয়ালিয়র এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। মধ্যপ্রদেশে বারৌনি-গোয়ালিয়র এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যদিও সেই সময় ওই ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না বলে রেল সূত্রে জানানো হয়েছে। স্টেশনে যাত্রী নামিয়ে ট্রেনটি কারসেডের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ঘটে দুর্ঘটনাটি। লাইনচ্যুত হওয়া বগি দুটি দ্রুততার সঙ্গে সঠিক জায়গায় আনা হয়। এর ফলে রেল পরিষেবাতেও কোনও বিঘ্ন ঘটেনি বলে জানা যাচ্ছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল? তদন্ত করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

error: Content is protected !!