হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, দুয়ারে রেশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিমকোর্টের

খাদ্য সুরক্ষা আইনে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের কোনও বৈধতা নেই। গত ২৮ সেপ্টেম্বর এমনটাই বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সোমবার সর্বোচ্চ আদালতের রায়ে অনেকটাই স্বস্তি পেল রাজ্য সরকার। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত দুয়ারে রেশন প্রকল্প চালাতে আর কোনও বাধা রইল না। সোমবার সুপ্রিম কোর্টের রায় আসার পর নবান্ন থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় প্রতিটি জেলাকে। অর্থাত্ বাড়ি বাড়ি যেভাবে রেশন পৌঁছে দেওয়া হচ্ছিল সেই ব্যবস্থাই বলবত থাকল। এদিক থেকে দেখতে গেলে এতে একপ্রকার জয় হল রাজ্য সরকারের। 

error: Content is protected !!