
দেবাংশু ভট্টাচার্যকে রাজ্য আইটি সেলের ইনচার্জ করল তৃণমূল, সংশোধন যুব কমিটিতেও
তৃণমূলের যুব সংগঠনের নয়া কমিটিতে জায়গা পাননি দেবাংশু ভট্টাচার্য। যা নিয়ে চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই আবহে এবার এই যুবনেতাকে নতুন দায়িত্ব দিল দল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ হিসাবে দেবাংশুকে দায়িত্ব দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি এদিন আবার সংশোধিত রাজ্য যুব কমিটির তালিকা প্রকাশ করে দল। সেই কমিটি থেকে বাদ পড়েছেন বুধবার যুব কমিটিতে জায়গা পাওয়া সুব্রত বক্সির ছেলে সপ্তর্ষি বক্সি। রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ হিসাবে দেবাংশুকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জোড়াফুল শিবিরের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয় বৃহস্পতিবার। ওই বিবৃতিতে আরও বলা হয়, জেলা, ব্লক, অঞ্চল এবং বুথ স্তরেও তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল গঠন করা হবে। আর জেলা স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সোশ্যাল মিডিয়া ও আইটি সেল কাজ করবে রাজ্য আইটি সেলের অধীনে। অন্যদিকে নতুন দায়িত্ব পেয়ে খুশি উঠতি তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। দলের নির্দেশে তৃণমূলের ভাবনা ও বিভিন্ন প্রেক্ষিতে দলের অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।