পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ময়নাগুড়িতে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

আজ সকাল থেকেই ময়নাগুড়িতে রেল রোকো আন্দোলন চলছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের সদস্যরা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে তাঁদের এই কর্মসূচী বলে জানা গিয়েছে।  ময়নাগুড়ির পাশাপাশি অবরোধ চলছে নিউ জলপাইগুড়ি ও মালদাতেও।  জায়গায় জায়গায় রেললাইনে বসে পড়েছেন ফোরামের সদস্যরা। একাধিক জায়গায় আটকে রয়েছে যাত্রীবাহী ও মালাবাহী ট্রেন।  যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা।  অবরোধের জেরে আটকে পড়েছে বহু ট্রেন। ফলে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ, ১২ ঘণ্টা ধরে এই রেল রোকো কর্মসূচী চালানোর পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের।

error: Content is protected !!