স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে চলে গেল তারা। গোটা ম্যাচে মরক্কোর বিরুদ্ধে গোলই করতে পারল না স্পেন।  নির্ধারিত সময় ও এক্সট্রা টাইমে ম্যাচ 0-0 গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ফল ৩-০। তিনটে পেনাল্টি সেভ করে ম্যাচের নায়ক মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো দলকে পরের রাউন্ডে নিয়ে চলে গেলেন।  

error: Content is protected !!