ভাঙড়ের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, খাটের নিচে লুকিয়ে প্রাণ বাঁচল ফজলে করিম

 রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে। ঘটনাস্থলে যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতার বাড়ির ভেতর থেকে উদ্ধার একাধিক গুলির খোল। ওই তৃণমূল নেতা কোনওরকমে লুকিয়ে প্রাণে বাঁচেন। গোষ্ঠী কোন্দলের কারণেই তাঁর বাড়িতে গুলি চালনার ঘটনা ঘটল বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা। তৃণমূল নেতা ফজলে করিম জানান, গতকাল রাতে হঠাৎ তিনি গুলির আওয়াজ শুনতে পান। পরে বুঝতে পারেন তাঁকে মারার উদ্দেশেই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে কয়েকজন দুষ্কৃতী। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খাটের নিচে ঢুকে গিয়ে প্রাণ বাঁচান ফজল করিম। দরজা জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী রাতেই ফজলে করিমের বাড়িতে আসে। ওই তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক গুলির খোল উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

error: Content is protected !!