ঝাড়খণ্ডে মিড-ডে মিল রান্না করার সময় গরম জলের কড়াতে পড়ে মৃত দুই বোন

ঝাড়খণ্ডে মিড-ডে মিল রান্নার করার সময় গরম জলের কড়াইতে পড়ে গিয়ে মৃত্যু হল স্কুল পড়ুয়া দুই বোনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলার তারহাসি ব্লকের একটি সরকারি স্কুলে। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে স্থানীয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের পালামু জেলার তারহাসি ব্লকের একটি গ্রামের বাসিন্দা পরমেশ্বর সাউ নামে এক ব্যক্তির দুই মেয়ে বিউটি কুমারী ও তার ছোট বোন শিবু একটি মিডিল সরকারি স্কুলে পড়াশোনা করত। গত মঙ্গলবার দুপুরে স্কুলের মিড-মে রান্না হওয়ার জায়গার পাশে অন্য বন্ধু-বান্ধবীদের সঙ্গে খেলা করছিল ওই দুই বোন। খেলতে খেলতে আচমকা তারা গরম জলের কড়ায় পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। কিন্তু, পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের রাঁচিতে অবস্থিত আরআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরেও মঙ্গলবার সন্ধ্যাতে মৃত্যু হয় বিউটি কুমারীর। আর তার ছোট বোন শিবু মারা যায় বুধবার সকালে।

error: Content is protected !!