যাত্রীদের জন্য সুখবর, আগামী দিনে দেড় মিনিট অন্তর ছুটবে মেট্রো

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী দিনে কলকাতায় দেড় মিনিট অন্তর চলবে মেট্রো । সূত্রের খবর, সেই বিষয়টিকে মাথায় রেখে আধুনিক সিগন্যালিং সিস্টেম তেমন করা হচ্ছে। মেট্রো রেল সূত্রের খবর, আধুনিক সিগন‌্যালিং সিস্টেমের কাজ বাস্তবায়ন হলে যাত্রীদের স্বার্থে কম সময়ের ব্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে। ৯০ সেকেন্ডের ব‌্যবধানে একটি মেট্রো ট্রেনের পিছনে ছুটবে অন্য একটি। এর ফলে এড়ানো যাবে দুর্ঘটনাও। সূত্রের খবর, ইতিমধ্যেই এবিষয়ে টেন্ডার ডাকা হয়েছে। আগ্রহী সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে সিগন‌্যাল বদলের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে বর্তমানে অত্যাধুনিক মেধা রেক এই লাইনে ছুটছে সেগুলোও সিবিটিসি সিগন্যালিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে কলকাতা মেট্রোতে নতুন সিগন‌্যাল ব‌্যবস্থা চালু হলে এই রেক চালাতে কোনও সমস্যা হবে না মেট্রো কর্তৃপক্ষের। বর্তমানে ব‌্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর মেট্রো চলে। সেই সংখ্যাটাই কমিয়ে আনা হবে। তবে এটা করতে সময় লাগবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে। নতুন ব্যবস্থা কার্যকরী হলে কম সময়ের ব্যবধানে মেট্রোর ট্রেন চলবে। যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হবে না। মেট্রো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমানোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কলকাতা মেট্রো। যাত্রীদের জন্য সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে ওয়াই–ফাই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো রেলের জেনারেল ম‌্যানেজার অরুণ আরোরা এই বিষয়টি নিয়ে বলেন, ‘শীঘ্রই মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা পাবেন যাত্রীরা। আগামী ১০ তারিখের মধ্যে সবদিক থেকে মেট্রো কর্তৃপক্ষ প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

error: Content is protected !!