মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

খেলতে গিয়ে গভীর কুয়োয় পড়ে যাওয়া ৮ বছরের শিশুর মৃত্যু হল। মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডাভি গ্রামের ঘটনা। ৬ ডিসেম্বর ঘটনাটি ঘটে। খেলতে গিয়ে তন্ময় সাহু নামে ওই শিশু ৫৫ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ। তারপর থেকে টানা উদ্ধারকাজ চালানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পাথুরে মাটি থাকার কারণে দ্রুত খননকাজ চালাতে বেগ পেতে হয় তাঁদের। দীর্ঘ প্রচেষ্টা পর তন্ময়কে উদ্ধার করা হয়। বেতুল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে শেষ রক্ষা হল না।

error: Content is protected !!