মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত ২

মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে জঙ্গলে একটি গাছ থেকে পেঁচানো অবস্থায় বাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। ঘটনায় একজন ডেপুটি ফরেস্ট রেঞ্জার এবং একজন বিট গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। সার্কেল কনজারভেটর সঞ্জীব ঝা জানান, দুই অভিযুক্তকে দু’সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর দেখা যায়, অন্য প্রাণীর জন্য পেতে রাখা ফাঁদে লাগানো তারে জড়িয়ে যায় বাঘটি। সেই অবস্থায় গাছে ওঠার চেষ্টা করে। কিন্তু পিছলে যেতেই গলায় ফাঁসের মতো আটকে যায়। আর তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বাঘটির।

error: Content is protected !!