মহারাষ্ট্রে দেশের ষষ্ঠ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রবিবার মহারাষ্ট্রে দেশের ষষ্ঠ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । মহারাষ্ট্রের নাগপুর এবং বিলাসপুরের মধ্যে যাতায়াত করবে এই সেমি হাইস্পিড অত্যাধুনিক ট্রেনটি। উদ্বোধনের পর ট্রেনে উঠে যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন এই ট্রেন ছাড়াও নাগপুর এবং আজনি রেল স্টেশনের সংস্কার এবং আধুনিকীকরণ প্রকল্পের শিলাল্যাস করেন প্রধানমন্ত্রী। নাগপুর স্টেশন নতুন করে সাজাতে ৫৯০ কোটি টাকা খরচ হবে। প্রায় ৩৬০ কোটি টাকা খরচ হবে আজনি স্টেশনের উন্নয়নের। এর পাশাপাশি রেলের আরও কয়েকশ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর পাশাপাশি নাগপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াল হেলথেরও উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। এই সংস্থা তৈরিতে সরকারের প্রায় ১১০ কোটি টাকা খরচ হবে।

error: Content is protected !!