মহারাষ্ট্রে পিকনিক থেকে ফেরার পথে বাস উল্টে মৃত ২ পড়ুয়া

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পড়ুয়া বোঝাই বাস। যার জেরে প্রাণ হারালেন ২ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্র্রের খাপোলির কাছে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ওপর। জানা গিয়েছে, একটি কোচিং সেন্টারের পড়ুয়ারা রবিবার শিক্ষামূলক ভ্রমণ সেরে বাসটি করে ফিরছিলেন। সেই সময় বাসটিতে ৪৮ জন পড়ুয়া সমতে মোট ৫২ জন যাত্রী ছিলেন। তখনই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মৃতদের নাম, দীপক খান্না ও রাজ মাহত্রে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

error: Content is protected !!